ভারতের অর্থনৈতিক বিপ্লবের পথিকৃৎ মনমোহন সিং-এর প্রয়াণ
- By Jamini Roy --
- 27 December, 2024
ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) তিনি মারা যান। তাকে স্মরণ করা হচ্ছে একজন প্রজ্ঞাবান নেতা এবং ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি হিসেবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিজ বাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়েন মনমোহন সিং। তাকে দ্রুত এইমস হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তার মৃত্যুতে গোটা ভারতজুড়ে শোকের ছায়া নেমে আসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ অসংখ্য নেতা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। দেশভাগের সময় তার পরিবার ভারতে চলে আসে। তিনি ১৯৪৮ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন এবং ১৯৫৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে অর্থনীতিতে ডি.ফিল ডিগ্রি অর্জন করেন।
১৯৯১ সালে ভারতের অর্থনীতিকে দেউলিয়ার মুখ থেকে রক্ষা করেছিলেন অর্থমন্ত্রী মনমোহন সিং। রাজস্ব ঘাটতির কারণে ভারত এক গভীর সংকটে পড়ে। মনমোহন সিং এক সাহসী ও দূরদর্শী বাজেট বক্তৃতার মাধ্যমে ভারতীয় অর্থনীতির কাঠামোতে আমূল পরিবর্তন আনেন।
সরকারের নিয়ন্ত্রণাধীন অর্থনীতি থেকে বের হয়ে তিনি শিল্পে উদারীকরণ নীতি গ্রহণ করেন। বিদেশি বিনিয়োগের ওপর বিধিনিষেধ শিথিল করেন এবং ৫১ শতাংশ পর্যন্ত বিদেশি ইকুইটি শেয়ারের অনুমোদন দেন। শিল্প খাতে লাইসেন্স প্রথা বাতিল করে তিনি দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি উদার পরিবেশ তৈরি করেন।
১৯৯১ সাল থেকে রাজ্যসভার সদস্য থাকা মনমোহন সিং ১৯৯৮-২০০৪ সাল পর্যন্ত বিরোধী দলীয় নেতা হিসেবে কাজ করেন। ২০০৪ সালে কংগ্রেসের জয়লাভের পর তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৯ সালের নির্বাচনের পর তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন।
তার নেতৃত্বে ভারতীয় অর্থনীতি অভূতপূর্ব বৃদ্ধি পায়। শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, তার প্রজ্ঞাবান নেতৃত্ব এবং নীতিগত অবস্থান তাকে ভারতের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র করে তুলেছিল।
মনমোহন সিংয়ের বই "ইন্ডিয়ান এক্সপোর্ট ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্টস ফর সেল্ফ সাসটেইন্ড গ্রোথ" ভারতের অন্তর্মুখী বাণিজ্যনীতির গুরুত্বপূর্ণ সমালোচনা হিসেবে বিবেচিত। তার চিন্তাধারা এবং অর্থনৈতিক নীতিমালা শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েই প্রশংসিত।
মনমোহন সিং কেবল একজন রাজনীতিবিদই নন, তিনি ভারতের আর্থিক মুক্তির এক অগ্রদূত। তার প্রয়াণে ভারত হারিয়েছে এক মহান নেতা, যিনি তার প্রজ্ঞা, সততা, এবং কর্মদক্ষতার জন্য যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবেন।